বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

তাহাবী ১ম খন্ড ডাউনলোড [UPDATE]- ফ্রি ডাউনলোড

তাহাবী ১ম খন্ড ডাউনলোড

ইমাম আবু জাফর তাহাবী (র) ছিলেন একজন শ্রেষ্ঠ হাদীস বিশারদ ও অত্যন্ত উঁচুমানের ফকীহ (ইসলামী আইনজ্ঞ)। তৃতীয় শতকের একজন বিশেষজ্ঞ আলিমে দীন হিসেবে খ্যাত এই মনীষীকে হাদীস বিশেষজ্ঞগণ হাফিয ও ইমাম এবং ফকীহগণ মুজতাহিদ আলিম হিসেব আখ্যায়িত করেছেন। মিসরের ‘তাহা’ নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বিধায় তাঁকে ‘তাহাবী’ বলা হয়। তাঁর সংকলিত হাদীস এবং হাদীসের বিধানাবলী ও হাদীস বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ‘শারহু মাআনিল আসার’ তাহাবী শরীফ নামে পরিচিত ও প্রসিদ্ধ। এটি মূলত হানাফী মাযহাবের দলীলভিত্তিক সংকলনের একটি হাদীস গ্রন্থ।

মানবজীবনে প্রয়োজনীয় আহকাম বিষয়ক হাদীসগুলোকে এখানে একত্রিত করা হয়েছে।
গ্রন্থটি বিভিন্ন অনুচ্ছেদে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে ‘নাসিখ’ মানসূখ, বিশেষজ্ঞ আলিম-মনীষীদের ব্যাখ্যা-বিশ্লেষণসমূহ সন্নিবেশীত। শরীআহর বিভিন্ন বিধান সম্পর্কে ইমাম তাহাবীর মতামত এটাতে বিস্তারিত আলোচিত হয়েছে। এছাড়া বিভিন্ন আলিমদের অভিমতগুলো এখানে উল্লেখ করা হয়েছে।

প্রথম খন্ডে আলোচ্য অধ্যায়:
  • তাহারাত
  • সালাত
এক নজরে বইটি:
তাহাবী ১ম খন্ড
মুল নাম: শারহু মাআনিল আসার
রচনায়: ইমাম আবু জাফর আহমদ ইবন মুহাম্মদ আল-মিসরী আত-তাহাবী (রহ)
অনুবাদে: ইসলামিক ফাউন্ডেশন অনুবাদকমন্ডলী
প্রকাশনায়: ইসলামিক ফাউন্ডেশন
পৃষ্ঠা: ৬৩২
সাইজ: ২১ মেগাবাইট
ডাউনলোড
অন্য খন্ডগুলোর ডাউনলোড লিংক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন