রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

ফেসবুক ব্যবহারে ইসলামী নির্দেশনা

  ফেসবুক ব্যবহারে ইসলামী নির্দেশনা

 

ইন্টারনেট ব্যবহারকারী প্রায় প্রতিটি মানুষই এখন কম-বেশি ফেসবুক ব্যবহার করেন। ফেসবুক এখন পৃথিবীর অন্যতম আলোচিত বিষয়। ফেসবুক এ জগতের এক নতুন শক্তির নাম। এর মাধ্যমে কোনো দেশে বিপ্লব সাধিত হচ্ছে। কোথাওবা সরকারের গদি টালমাটাল হচ্ছে। আবার এর মাধ্যমে দুষ্কৃতিকারীরা মিথ্যা ছড়িয়ে দিচ্ছে। অশ্লীলতা ও নগ্নতাকে সহনীয় করে তুলছে। তরুণ প্রজন্মের অনেকের কাছেই আজ এই ফেসবুক এক আফিমের মতো। পৃথিবী জুড়ে অসংখ্য তরুণ-তরুণী এর মাধ্যমে অবৈধ সম্পর্ক গড়ছে এবং মিথ্যার রাজত্ব কায়েম করছে।

তেমনি এর মাধ্যমে হাজারো মুসলিম ভাই-বোন নিজেদের কল্যাণকর চিন্তা ও জনহীতকর ধারণা অন্যদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। বিশুদ্ধ আকীদা ও চিন্তা-চেতনার প্রসারও সহজ হয়ে গেছে। যখন যে উপলক্ষ আসছে সে সম্পর্কে ইসলামের দিক-নির্দেশনা সহজেই ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে এর মাধ্যমে। ইসলাম ও মানবতার শত্রুরা এতদিন যখন ইন্টারনেটের এই ভার্চুয়াল দুনিয়ায় ইচ্ছে মত ইসলাম ও ইসলামের নবী এবং তাঁর আদর্শকে অসম্মান বা অপমান কিংবা তার বিরুদ্ধে বিবেকহীন অপপ্রচার চালিয়েছে কোনো বাধা ছাড়া। আজ তারা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া যাচ্ছে। পৃথিবীর বিবেকবান মানুষের সামনে প্রকৃত সত্য তুলে ধরা যাচ্ছে এই ফেসবুকের মাধ্যমে।
বর্তমানে তাই নেককার মুত্তাকি লোকদেরও দেখা যাচ্ছে ফেসবুকে। কিন্তু জুকারবার্গের এ দুনিয়ায় পা রেখেই তাঁরা বিব্রতকর অবস্থায় পড়েন অনেক দুরাচারী বা রুচিহীন লোকের উৎপাতের কারণে। অনেকে অযথা অভব্য বাক্য লিখে কিংবা অশালীন ছবি পোস্ট করে নিজের ওয়ালে। আর তা তাদের কাছে ভালো লাগলেও অনেকের কাছেই যে ন্যাক্কারজনক প্রতীয়মান হয় সেদিকে তারা খেয়াল করে না। এদের দেখে দমে গেলে হবে না। চেষ্টা করে যেতে হবে সাধ্যমত ভালো কথা বলে যেতে। সে লক্ষ্যেই বক্ষমান নিবন্ধে আমরা চেষ্টা করব ফেসবুক ব্যবহারের ১০টি ইসলামী নির্দেশিকা তুলে ধরতে। এগুলো মূলত ইসলামের আদর্শ বোধ থেকেই আমাদের সবার খেয়াল করা দরকার। আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে বুঝার এবং মানার তাওফীক দান করুন।
ফেসবুক ব্যবহার নির্দেশিকা : (1)
এটা জানা কথা যে পরিমিত লজ্জা নারী চরিত্রকে উচ্চতায় নিয়ে যায়। লজ্জা নারীর বিশেষ ভূষণ বৈ কি। আর লজ্জা খোয়ানোকে তার জন্য একটি দুর্যোগ ভাবা হয়। এটি কলংকিত করাকে এক ধরনের বেইজ্জতি গণ্য করা হয়।

শনিবার, ৩ জুন, ২০১৭

|| কীভাবে নামাজের #মধুরতা আস্বাদন করা যায় (পর্ব ১) ||

|| কীভাবে নামাজের #মধুরতা আস্বাদন করা যায় (পর্ব ১) ||

পরম করুনাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে

সকল প্রশংসা ও শুকরিয়া আল্লাহ তায়ালার জন্যে, এবং অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবী রাসুল গনের উপর|

বেশ কিছুদিন আগে, কুয়েতী দা’য়ী মিশারী আল-খারাজ এর উপস্থাপনায় ”كيف تتلذذ بالصلاة؟” নামে একটি আরবি প্রোগ্রাম প্রচারিত হয়েছিল যার মানে হলো: “কিভাবে নামাজের মধুরতা আস্বাদন করা যায়?” আমা…দের প্রায় সবারই নামাজের ‘খুশু’ কমবেশি হয়ে থাকে| খুশু কী? এটা আসলে অন্তরের বা মনের একটি অবস্থা যা নামাজে প্রশান্তি, গাম্ভীর্য ও বিনম্রতা বজায় রাখে; যা হৃদয় থেকে বর্ষিত হয়ে আমাদের আল্লাহর সামনে বিনম্র ও আম্ত্মসমর্পিত করে|

বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭

দাড়ি রাখার ব্যাপারে বিশ্বের বিখ্যাত ‘আলেমদের অভিমত

দাড়ি রাখার ব্যাপারে বিশ্বের  বিখ্যাত ‘আলেমদের অভিমতঃ
.....................................................................................
- হাফেয ‘আল্লামা আবু মুহাম্মদ আলী ইবন হাযম (মৃত: ৪৫৬ হি.) বলেন,
"اتفق العلماء على أن قص الشارب وإعفاء اللحية فرض".
“সমস্ত ‘আলেম একমত যে, মোচ কাটা এবং দাড়ি রাখা ফরয (ওয়াজিব)।”

বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

সহস্রাধিক দুর্লভ বই কালেকশন [ UPDATE ]


আপনাদের জন্য বিভিন্ন ইসলামিক ওয়েবসাইট থেকে সব বইয়ের সরাসরি ডাউনলোড লিঙ্ক গুলো সংগ্রহ করেছি। ইসলামি বইয়ের তালিকার শেষে নিত্য প্রয়োজনীয় ব্যতিক্রমধর্মী কিছু দুষ্প্রাপ্য বই এবং কিছু সফটওয়্যারের সন্ধান পাবেন।

যখন আল্লাহ সুবাহানাহু তায়ালা কারো কল্যাণ করতে স্থির করেন তিনি তাকে দ্বীনকে উপলব্ধি করার বোধশক্তি (ধর্মীয় জ্ঞান) দান করেন।[বুখারী,১ম খন্ড, ৩য় অধ্যায়, হাদিস ৭১]
(পুরো বই ডাউনলোড করুন এখান থেকে, আলাদা আলাদা করে সুরা দেয়া আছে)

শবে বরাত সিরিজ [পর্ব-০১ - ০৭]

শবে বরাত সিরিজ | পর্ব-০১ | লাইলাতু নিসফু মিন শা’বান বনাম শবে বরাত। শাইখ ডক্টর মুহাম্মাদ সাইফুল্লাহ



শবে বরাত সিরিজ | পর্ব-০২ | শবে বরাত কেন্দ্রিক যঈফ হাদীস ভিত্তিক নফল ইবাদত কি বিদআত হবে?ড. সাইফুল্লাহ, নিম্নেঃ 

শবে বরাত নিয়ে জাল/জয়ীফ হাদীসের নমুনা

শবে বরাত নিয়ে জাল/জয়ীফ হাদীসের নমুনাঃ

আমাদের দেশের অধিকাংশ মানুষের আরবী বোঝার ক্ষমতা নাই, আর কুরআন-হাদীস সব হলো আরবীতে। তাই শরীয়ত জানার জন্য আমাদের অনেকেই বেদাতীদের অনুবাদ করা কিতাবের বা বেদাতীদের লেখা বইপত্র (যেমন বেহেশতি যেওর, মকসুদুল মুমিনিন, ফাযায়েলে আমল, নেওয়ামুল কুরআন সহ অন্যান্য বেদাতি বই পুস্তক) পড়ে। কোন ব্যক্তি যদি কানা হয়, তাহলে বেদাতীরা তাকে কুঁড়েঘর দেখিয়ে হাইকোর্ট বলে চালিয়ে দেবে, আর তিনি সেটা অন্ধ বিশ্বাসে মেনে নিবেন – এটাই সত্যি এবং স্বাভাবিক।
.
চলুন আজকে আমরা এমন একটা ঘটনা দেখি, যেখানে বেদাতী হুজুরেরা হাদীসের নামে প্রতারণা করে শবে বরাতের রাতে হালুয়া-রুটি খাওয়ার ধর্ম চালু করেছে।
.
শবে বরাত নিয়ে সুনানে তিরমিযীতে একটি হাদীস বর্ণিত হয়েছে, আর হাদীসটি একই সনদে সুনানে ইবনে মাজাহ সহ আরো দুই-একটা হাদীস গ্রন্থে বর্ণিত হয়েছে। হাদীসটি নিন্মরূপ।

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

শব ই বরাত কে নিয়ে মাওলানা তারেক মুনাওয়ার এর বক্তব্য। না শুনলে মিস করবেন

দ্বীন ইসলামে শবে বরাত বলে কিছু নাই, আছে লাইলাতুল ক্বদর। Dr Zakir Naik

 


শবে বরাত সম্পর্কিত বিভ্রান্তি নিরসন Shob E Borat Somporkit Bivrantir Nir...

আরবী ও ইসলাম শিক্ষা কোর্সের সকল বই ডাউনলোড করুন (লেভেল-১, ২ ও ৩)

আরবী ও ইসলাম শিক্ষা কোর্সের সকল বই ডাউনলোড করুন (লেভেল-১, ২ ও ৩)

সৌদি আরবের জেলাসমূহের মাঝে ছোট্ট একটি জেলা হল আল-জুবাইল। যা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় বড় জেলা দাম্মাম সংলগ্ন অবস্থিত। আর সৌদি আরবের অন্যান্য জেলার ন্যায় আল-জুবাইল দা’ওয়াহ এন্ড গাইডেন্স সেন্টারও ইসলামের নিরলস খিদমাতের আঞ্জাম দিয়ে যাচ্ছে। জুবাইল দা’ওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার কর্তৃক পরিচালিত বিভিন্ন ইসলামী প্রোগ্রাম সমূহের মাঝে ইসলামী শিক্ষা কোর্স অন্যতম। এখানে লেভেল-১, লেভেল-২, লেভেল-৩ পর্যন্ত কোর্স পদ্ধতি চালু রয়েছে। এবং লেভেল-৪ ও ৫ চালু প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিটি লেভেলে সাতটি সাবজেক্ট রয়েছে। যথাঃ (১) আল-কুরআন (২) হাদীস (৩) ফিকহ্ (৪) তাওহীদ (৫) সীরাত (৬) আরবী শিক্ষা (৭) তাফসীর। তবে লেভেল-৩ এ হাদীসের পরিবর্তে রয়েছে দাওয়াহ সাবজেক্ট। ্
উল্লেখ্য যে, সকল সাবজেক্ট স্লাইডশো আকারে কম্পিউটার-প্রজেক্টরের মাধ্যমে পড়ানো হয়।
মিডিয়া ফায়ার থেকে উপরোক্ত কোর্সের পাঠ্য বই সমূহ ডাউনলোড করতে নিম্নের লিংকগুলো অনুসরণ করুন:
লেভেল-১-এর বই সমূহঃ

সালাত আদায়ের পদ্ধতি সংক্রান্ত বইসমূহ [গুরুত্বপূর্ণ ১০০টিরও বেশী pdf book]

সহীহ হাদীসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত আদায়ের পদ্ধতি, দোয়া-তাসবীহ্ ও যিকির-আজকার এবং সালাতের বিস্তারিত মাসআলা-মাসায়েল সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ ১০০টিরও বেশী পিডিএফ বইগুলো ফ্রি ডাউনলোড করুন নিচের লিংক থেকেঃ

সালাত আদায়ের পদ্ধতি সংক্রান্ত বইসমূহঃ


✔১/ রাসুলুল্লাহ (সাঃ) এর নামায
মূলঃ মোহাম্মদ নাসির উদ্দীন আলবানী (রহঃ)
অনুবাদঃ এ. এন. এম. সিরাজুল ইসলাম = http://www.mediafire.com/…/Shohih+Namaz+-+Albani%2C+Shirazu…

ওহাবী কারা?

ওহাবী কারা?

________________________
যেই সমস্ত সুন্নী ভাই ও বোনেরা
১. ‘তাওহীদ’ বা আল্লাহর একত্ববাদকে মনে-প্রাণে ভালোবাসেন, 
২. জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এর ‘সুন্নাহ’ বা আদর্শ অনুসরণ করার চেষ্টা করেন,
৩. পীরপূজা, কবর-মাযার পূজা, অন্ধ দলীয় গোড়ামি থেকে দূরে থাকেন এবং
৪. ধর্মের নামে যাবতীয় শিরক-বিদাত ও কুসংস্কারকে অন্তর থেকে ঘৃণা করেন
সেই সমস্ত প্রকৃত মুসলমানদেরকে বিদাতপন্থী সূফীরা ‘ওহাবি’ বলে গালি দেয়।

সোমবার, ৮ মে, ২০১৭

জাকির নায়েকের বাংলা লেকচার সমগ্র

জাকির নায়েকের বাংলা লেকচার সমগ্র

জাকির নায়েক দ্বীন ইসলামের একজন অন্যতম দাঈ। তাঁর দাওয়াতী কাজ প্রযুক্তির কল্যাণে বাংলাভাষাতেও প্রকাশিত হয়েছে। ইউটিউবে অনেক ভিডিও লেকচার রয়েছে। এছাড়া বাংলাইন্টারনেট ও কুরআনের আলো অনেকগুলো অডিও লেকচার এনেছেন। আমাদের কাঝে কিছু আলাদা অডিও লেকচার ছিলো আমরা সেগুলো নতুন করে আপলোড করেছি এবং যুক্ত করে দিয়েছে।

আপনাদের কাছে থাকলে আমাদেরকে লিংক দিতে পারেন। অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। জাকির নায়েকের লেকচার গুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হলো নিচে:

মতিউর রহমান মাদানী লেকচার সমগ্র (১) [ UPDATE]

মতিউর রহমান মাদানী লেকচার সমগ্র (১)

শাইখ মতিউর রহমান মাদানী বাংলা ভাষায় ইসলাম প্রচারে নিয়োজিত রয়েছেন। তাঁর অনেক লেকচার ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। তাঁর অধিকাংশ লেকচারগুলো ইউটিউবে রয়েছে। আমরা তাঁর এই গুরুত্বপূর্ণ লেকচারগুলো অডিও আকারে ধারাবাহিকভাবে প্রকাশিত করবো ইনশাআল্লাহ।
তার লেকচারের অন্যতম আকর্ষণ হলো বিষয় ভিত্তিক আলোচনা। এবং কুরআন সুন্নাহর দলীল ভিত্তিক আলোচনা। এই লেকচারগুলো অনেক সাইটে প্রকাশ হয়ে আসছিলো। বর্তমানে এই লেকচারগুলো শুধুমাত্র ইউটিউবে প্রকাশ করা হচ্ছে। ইউটিউব থেকে লেকচারগুলোকে আমরা অডিও আকারে ধীরে ধীরে প্রকাশ করবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের তাওফিক দিন। এই অডিও ইনশাআল্লাহ আমাদের জীবন গঠনে সহায়ক হবে। লেকচারগুলোর অডিও ভার্সন  এ বিটরেট (Bit rate ) কম রাখা হয়েছে যাতে সাইজ কম হয়। ভবিষ্যতে বেশী বিট রেট এর অডিও আপলোড করা হবে ইন শা আল্লাহ।
আরো লেকচার ধীরে ধীরে আপলোড হবে ইনশাআল্লাহ। আপনারা এই মিডিয়াফায়ার ফোল্ডার বুকমার্ক করে রাখুন।
 

রবিবার, ৭ মে, ২০১৭

স্রষ্টা ভালো কাজের বেলায় প্রশংসা নেন, খারাপ কাজের দায় কেনো নেন না?

স্রষ্টা ভালো কাজের বেলায় প্রশংসা নেন, খারাপ কাজের দায় কেনো নেন না?


প্যারাডক্সিক্যাল সাজিদ

আরিফ আজাদ


স্রষ্টা ভালো কাজের বেলায় প্রশংসা নেন, খারাপ কাজের দায় কেনো নেন না?

ক্লাশে নতুন একজন স্যার এসেছেন।নাম- মফিজুর রহমান।

হ্যাংলা-পাতলা গড়ন।বাতাস আসলেই যেনো ঢলে পড়বে মতন অবস্থা শরীরের।ভদ্রলোকের চেহারার চেয়ে চোখ দুটি অস্বাভাবিক রকম বড়।দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের দুটি জলপাই, কেউ খোদাই করে বসিয়ে দিয়েছে।

ভদ্রলোক খুবই ভালো মানুষ।উনার সমস্যা একটিই- ক্লাসে উনি যতোটা না বায়োলজি পড়ান, তারচেয়ে বেশি দর্শন চর্চা করেন।ধর্ম কোথা থেকে আসলো, ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করলো, 'ধর্ম আদতে কি' আর, 'কি নয়' তার গল্প করেন।


আজকে উনার চতুর্থ ক্লাশ। পড়াবেন Analytical techniques & bio-informatics। চতুর্থ সেমিষ্টারে এটা পড়ানো হয়।

শবে বরাত ও প্রাসঙ্গিক কথা : পর্ব-১

শবে বরাত ও প্রাসঙ্গিক কথা : পর্ব-১

লেখক :-  মুহাম্মদ শাহিদুল ইসলাম
সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, উত্তরা ইউনিভার্সিটি,ঢাকা।
শবে বরাতএর অর্থ
‘শব’একটি ফারসী শব্দ এর অর্থ রাত। ‘বারায়াত’কে যদি আরবী শব্দ ধরা হয় তাহলে এর অর্থ হচ্ছে সম্পর্কচ্ছেদ,পরোক্ষ অর্থে মুক্তি। যেমন কুরআন মাজীদে সূরা বারায়াত রয়েছে যা সূরা তাওবা নামেও পরিচিত। ইরশাদ হয়েছে :
بَرَاءَةٌ مِنَ اللَّهِ وَرَسُولِهِ   .
“আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা।”[1]
এখানে বারায়াতের অর্থ হল সম্পর্ক ছিন্ন করা। ‘বারায়াত’মুক্তি অর্থেও আল-কুরআনে এসেছে যেমন :

শিরক বর্জন ও আপসে হিংসা পরিত্যাগ করাই হচ্ছে, প্রকৃত শবে বরাত পালন

শিরক বর্জন ও আপসে হিংসা পরিত্যাগ করাই হচ্ছে, প্রকৃত শবে বরাত পালন
লেখক : আব্দুর রাকীব বুখারী
আসুক না কেন, যত লাঞ্ছনা সহ্য করতে হোক না কেন শির্ক থেকে উম্মতকে সাবধান করা এবং তাওহীদ প্রতিষ্ঠিত করাই হচ্ছে সালাফী দাওয়াতের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আজ মুসলিম সমাজে যত দলই দাওয়াতের কাজ করুক না কেন কেউ এই নববী নীতিতে নেই।কবর-মাযার ভক্তরা শির্ক-বিদআতের কথা না বলারই যেন কসম খেয়েছে।
উপমহাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দলটি তাদের দাওয়াতের মূল লক্ষ্য যেন হানাফী মাযহাবের হেফাযত হিসাবে বেছে নিয়েছে। তাই তাদের পুরো শ্রম চলে মাযহাবের বিপরীতে প্রদত্ত ফাতাওয়াগুলির জবাব দিতে। শেষ পর্যন্ত ফেসবুকেও টিম তৈরি করে রেখেছে। অবশ্য তাদের দাওয়াতের অন্য দলটি ফাযায়েলের দাওয়াত দিতে ব্যস্ত কারণ শির্ক-বিদআতের কথা বললে নাকি ফেতনা হচ্ছে!

শনিবার, ৬ মে, ২০১৭

মি’রাজের রাত্রিতে রাসূল (সা) এর ‘আত তাহিয়াতু’ লাভ করার মিথ্যা, ভিত্তিহিন ও বানোয়াট একটি কাহিনী


  মি’রাজের রাত্রিতে রাসূল (সা) এর ‘আত তাহিয়াতু’ লাভ করার মিথ্যা, ভিত্তিহিন ও বানোয়াট একটি কাহিনী

সর্বপ্রথম মি’রাজ সম্পর্কে আমরা আমাদের অবস্থান পরিস্কার করছি। আমরা বিশ্বাস করি, মি’রাজ রাসূল (সা) এর অন্যতম শ্রেষ্ঠ মু’জেজা। রাসূল (সা) কে মহান আল্লাহ তায়ালা সশরীরে ঊর্ধ্বাকাশে নিয়ে গিয়েছেন। আমরা মি’রাজ সম্পর্কে কুরআন ও সহীহ হাদীস দ্বারা প্রমানিত প্রত্যেকটা বক্তব্য বিনা বাক্য ব্যায়ে, বিনা যুক্তিতে ঈমান রাখি।

আল্লাহ ও তাঁর রাসূল মি’রাজ সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি। আল্লাহ ও তাঁর রাসূল (সা) যেখানে থেমে গেছেন, আমরাও সেখানে থেমে যাই। নিজেদের পক্ষ থেকে কল্পনার ঘোড়া ছুটাই না। এবং বিশুদ্ধ বর্ণনা ছাড়া কাল্পনিক কোন কিছু বর্ণনা করাকে চরম গর্হিত কাজ বলে মনে করি। আশা করি সম্মানিত পাঠকদের কাছে সংক্ষিপ্তভাবে মি’রাজ সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি ।

বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

তাহাবী ৩য় খন্ড ডাউনলোড [UPDATE]

তাহাবী ৩য় খন্ড ডাউনলোড


ইমাম আবু জাফর তাহাবী (র) ছিলেন একজন শ্রেষ্ঠ হাদীস বিশারদ ও অত্যন্ত উঁচুমানের ফকীহ (ইসলামী আইনজ্ঞ)। তৃতীয় শতকের একজন বিশেষজ্ঞ আলিমে দীন হিসেবে খ্যাত এই মনীষীকে হাদীস বিশেষজ্ঞগণ হাফিয ও ইমাম এবং ফকীহগণ মুজতাহিদ আলিম হিসেব আখ্যায়িত করেছেন। মিসরের ‘তাহা’ নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বিধায় তাঁকে ‘তাহাবী’ বলা হয়। তাঁর সংকলিত হাদীস এবং হাদীসের বিধানাবলী ও হাদীস বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ‘শারহু মাআনিল আসার’ তাহাবী শরীফ নামে পরিচিত ও প্রসিদ্ধ। এটি মূলত হানাফী মাযহাবের দলীলভিত্তিক সংকলনের একটি হাদীস গ্রন্থ।

তাহাবী ২য় খন্ড ডাউনলোড [ UPDATE]

তাহাবী ২য় খন্ড ডাউনলোড

 

ইমাম আবু জাফর তাহাবী (র) ছিলেন একজন শ্রেষ্ঠ হাদীস বিশারদ ও অত্যন্ত উঁচুমানের ফকীহ (ইসলামী আইনজ্ঞ)। তৃতীয় শতকের একজন বিশেষজ্ঞ আলিমে দীন হিসেবে খ্যাত এই মনীষীকে হাদীস বিশেষজ্ঞগণ হাফিয ও ইমাম এবং ফকীহগণ মুজতাহিদ আলিম হিসেব আখ্যায়িত করেছেন। মিসরের ‘তাহা’ নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বিধায় তাঁকে ‘তাহাবী’ বলা হয়। তাঁর সংকলিত হাদীস এবং হাদীসের বিধানাবলী ও হাদীস বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ‘শারহু মাআনিল আসার’ তাহাবী শরীফ নামে পরিচিত ও প্রসিদ্ধ। এটি মূলত হানাফী মাযহাবের দলীলভিত্তিক সংকলনের একটি হাদীস গ্রন্থ।

তাহাবী ১ম খন্ড ডাউনলোড [UPDATE]- ফ্রি ডাউনলোড

তাহাবী ১ম খন্ড ডাউনলোড

ইমাম আবু জাফর তাহাবী (র) ছিলেন একজন শ্রেষ্ঠ হাদীস বিশারদ ও অত্যন্ত উঁচুমানের ফকীহ (ইসলামী আইনজ্ঞ)। তৃতীয় শতকের একজন বিশেষজ্ঞ আলিমে দীন হিসেবে খ্যাত এই মনীষীকে হাদীস বিশেষজ্ঞগণ হাফিয ও ইমাম এবং ফকীহগণ মুজতাহিদ আলিম হিসেব আখ্যায়িত করেছেন। মিসরের ‘তাহা’ নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বিধায় তাঁকে ‘তাহাবী’ বলা হয়। তাঁর সংকলিত হাদীস এবং হাদীসের বিধানাবলী ও হাদীস বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ‘শারহু মাআনিল আসার’ তাহাবী শরীফ নামে পরিচিত ও প্রসিদ্ধ। এটি মূলত হানাফী মাযহাবের দলীলভিত্তিক সংকলনের একটি হাদীস গ্রন্থ।

মাগরিবের ছলাতের ন্যায় বিতর পড়া ও না পড়ার দলীল সমূহের পর্যালোচনা

মাগরিবের ছলাতের ন্যায় বিতর পড়া ও না পড়ার দলীল সমূহের পর্যালোচনা




বিসমিল্লাহির রহমানির রহীম
মাগরিবের ছলাতের ন্যায় বিতর না পড়াঃ এই মতটি ছহীহ…
হাদীছ নং ১:
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أنبأ أَبُو نَصْرٍ أَحْمَدُ بْنُ سَهْلٍ الْفَقِيهُ بِبُخَارَى، ثنا صَالِحُ بْنُ مُحَمَّدِ بْنِ حَبِيبٍ الْحَافِظُ، ثنا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا أَبَانُ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِثَلَاثٍ لَا يَقْعُدُ إِلَّا فِي آخِرِهِنَّ
আ’য়িশাহ(রা) বলেন, রসূল(স) তিন রাক’আত বিতর পড়তেন। কিন্তু তিনি শেষ রাক’আত ছাড়া বসতেন না। (মুস্তাদরাক হাকিম, ১/৩০৪, হা/১১৪০; বাইহাক্বী, সুনানুল কুবরা, হা/৪৮০৩; ফাতহুল বারী, হা/৯৯৮ এর আলোচনা দ্রষ্টব্য)

মঙ্গলবার, ২ মে, ২০১৭

সুন্নতের আলো ও বিদআতের আঁধার পর্ব - ২


দ্বিতীয় অধ্যায়
বিদআতের অন্ধকার

প্রথম পরিচ্ছেদ
বিদআতের পরিচিতি

বিদআতের শাব্দিক অর্থ

দ্বীন পরিপূর্ণ হওয়ার পর তাতে নতুন কিছু প্রবর্তিত হওয়া, অথবা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ইনতিকালের পর দ্বীনের মধ্যে ইবাদতের নামে মনগড়া কিছু রসম-রেওয়াজ চালু করা। বিদআত শব্দের মূল ধাতু হল " بدع " এর অর্থ কোন উপমা ছাড়াই নতুন কিছু সৃষ্টি করা।[৩৯]

যেমন- কুরআনে এসেছে, 
بَدِيْعُ السََّمَوتِ وَ اْلأَرْضِ
অর্থ : আসমান ও জমিন সৃষ্টিকারী।[৪০]

পারিভাষিক অর্থ

ওলামায়ে কেরাম বিদআতের বিভিন্ন সংজ্ঞা বর্ণনা করেছেন, যা একটি অপরটির র্পপিূরক।

১. শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেনঃ দ্বীনের মধ্যে বিদআত হচ্ছে এমন আমল, যা আল্লাহ্‌ ও তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইসলামে প্রবর্তন করেননি এবং মুস্তাহাব বা ওয়াজিব হিসেবেও এর কোন অনুমোদন দেননি।[৪১]

সোমবার, ১ মে, ২০১৭

সহীহ আত-তিরমিযী [তাহক্বীক্বকৃত] [হুসাইন আল মাদানী প্রকাশনী] [UPDATE]

সহীহ আত-তিরমিযী [তাহক্বীক্বকৃত]  - ফ্রি ডাউনলোড [UPDATE] 



বইঃ সহীহ আত-তিরমিযী
মূলঃ ইমাম হাফিয মুহাম্মাদ বিন ঈসা সাওরাহ আত-তিরমিযী (রহঃ)
তাহক্বীক্বঃ মোহাম্মদ নাসিরুদ্দীন আলবানী

দোয়ায়ে কুনুত পড়া কি ওয়াজিব? মুখস্থ না থাকলে কি পড়বে [islamqa.info]

দোয়ায়ে কুনুত পড়া কি ওয়াজিব? মুখস্থ না থাকলে কি পড়বে?


প্রশ্ন: বিভিন্ন দোয়া মুখস্থ করতে আমার খুব কষ্ট হয়; যেমন বিতিরের নামাযের দোয়ায়ে কুনুত। এ কারণে আমি এ দোয়ার জায়গায় একটি সূরা পড়তাম। যখন আমি জানতে পারলাম যে, এ দোয়া পড়া ফরজ; তখন দোয়াটি মুখস্থ করার চেষ্টা করতে থাকি। আমি নামাযের মধ্যে একটি বই থেকে দেখে দেখে দোয়াটি পড়ি। বইটিকে আমার পাশে একটি টেবিলের উপরে রাখি। আমি কিবলামুখী থেকেই বই থেকে দোয়াটি পড়ি। আমার এ আমলটি কি জায়েয?

তারাবীর নামাযের রাকাত সংখ্যা নিয়ে সংশয় নিরশন [ islamicqa.info]

তারাবীর নামাযের রাকাত সংখ্যা নিয়ে সংশয় নিরশন 


প্রশ্ন : আমি প্রশ্নটি আগেও করেছিলাম। আশা করি এর উত্তর দিয়ে আমাকে উপকৃত করবেন। কারণ এর আগে আমি সন্তোষজনক জবাব পাইনি। প্রশ্নটি তারাবীর নামায সম্পর্কে। তারাবীর নামায কি ১১ রাকাত, নাকি ২০ রাকাত? সুন্নাহ অনুযায়ী তো তারাবীর নামায ১১ রাকাত । শাইখ আলবানী রহিমাহুল্লাহ “আলক্বিয়াম ওয়াত তারাউয়ীহ” বইতে বলেছেন তারাবী নামায ১১ রাকাত। এখন কিছু মানুষ সেসব মসজিদে নামায পড়েন যেখানে ১১ রাকাত তারাবী পড়া হয়। আবার কিছু মানুষ সেসব মসজিদে নামায পড়েন যেখানে ২০ রাকাত তারাবী পড়া হয়। এখানে যুক্তরাষ্ট্রে এটি একটি সংবেদনশীল মাসয়ালা হয়ে দাঁড়িয়েছে। যিনি ১১ রাকাত তারাবী পড়েন তিনি ২০ রাকাত সালাত আদায়কারীকে ভৎর্সনা করেন। আবার যিনি ২০ রাকাত তারাবী পড়েন তিনি ১১ রাকাত সালাত আদায়কারীকে ভৎর্সনা করেন। এটা নিয়ে একটা ফিতনা (গোলযোগ) সৃষ্টি হয়েছে। এমনকি মসজিদে হারামেও ২০ রাকাত তারাবী পড়া হয়। তাহলে মসজিদে হারাম ও মসজিদে নববীতে সুন্নাহর বিপরীত আমল হচ্ছে কেন? কেন তাঁরা মসজিদে হারাম ও মসজিদে নববীতে ২০ রাকাত তারাবী নামায আদায় করেন?

তারাবীহ রাকআতের হাদীসগুলো একসাথে

তারাবীহ রাকআতের  হাদীসগুলো একসাথে
আমাদের একজন ভাইয়ের সংগ্রহ যাতে তিনি শুধুমাত্র হাদীসগুলো একসাথে করেছেন। 


সিয়াম, তারাবী, যাকাত বিষয়ে কয়েকটি অধ্যায় [ইসলাম হাউস থেকে প্রকাশিত]



ইসলাম হাউস থেকে আরও একটি আল্লামা উসাইমীনের একটি বই যেটিতে তারাবীহ সম্পর্কে শুধমাত্র একটি অধ্যায় রয়েছে। 
                                                                        ডাউনলোড

তারাবীহ রাকআত [ইসলাম হাউস থেকে প্রকাশিত] - [UPDATE]



তারাবীহ সলাত সম্পর্কিত বই


ইসলাম হাউস থেকে প্রকাশিত আবূ বকর মো: যাকারিয়া রচিত তারাবীহ রাকআতের তাত্ত্বিক বিশ্লেষণ বইটিও বেশ সহজ সরল ভাবে লেখা।
                                                                          ডাউনলোড

তারাবীর রাকাত সংখ্যা [মুযাফফর বিন মুহসিন]

 তারাবীর রাকাত সংখ্যা
একটি  তাত্তিক বিশ্লেষণ


 তারাবীর রাকাত সংখ্যার উপর লেখা বিস্তারিত বই হলো মুযাফফর বিন মুহসিন লিখিত বই। এটি একটি  তাত্তিক বিশ্লেষণ মুলক বই।





তারাবীহ ও ই’তিকাফ [ নাছিরুদ্দীন আলবানী (রহ:)]

বইঃ তারাবীহ ও ই’তিকাফ - ফ্রি ডাউনলোড


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


বইটির সংক্ষিপ্ত পরিচয়:
মূল লেখক: আল্লামা মুহাম্মাদ নাছিরুদ্দীন আলবানী (রহ:)
অনুবাদক: নূরুল ইসলাম
প্রকাশনায়: শ্যামলবাংলা একাডেমী, রাজশাহী
প্রকাশকাল: জুন ২০১৩
পুষ্ঠা সংখ্যা: ৪১

সালাতুত তারাবীহ [নাসিরুদ্দীন আলবানী (রহ.)]

বইঃ সালাতুত তারাবীহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


বইঃ সালাতুত তারাবীহ
মূলঃ শাইখ নাসিরুদ্দীন আলবানী (রহ.)
অনুবাদঃ আহসানুল্লাহ বিন সানাউল্লাহ
প্রকাশনায়ঃ তাওহীদ পাবলিকেশন্স
হাজী আব্দুল্লাহ সরকার লেন, বংশাল, ঢাকা।

সহীহ মুসলিম (আহলে হাদিস প্রকাশনী) - ফ্রি ডাউনলোড [UPDATE]

সহীহ মুসলিম (আহলে হাদিস প্রকাশনীফ্রি ডাউনলোড  [UPDATE]

সহীহ মুসলিম  মূল সংকলক ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আন-নিসাপুরী (র)।অনুসৃত মূলকপি:ফুআদ আবদুল বাকী ।  সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত। আহলে হাদীস লাইব্রেরী ঢাকা ।

এই গ্রন্থে ফুআদ আবদুল বাকী যা করেছেন।
ফুআদ আবদুল বাকী বলেন –প্রথমত:  আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আটটি গ্রন্থ যা হাদীসের মুল বলে বিবেচিত তা একটি পৃথক এবং ভিন্ন ধারাতে প্রকাশ করা ।  এ গ্রন্থের সম্পাদকগন প্রতিটি কিতাবের ধারাবাহিক স্বতন্ত্র ক্রমিক নম্বর দিয়েছেন ।  অতপর প্রতিটি কিতাবকে বহুঅধ্যায়ে বিভক্ত করেছেন এবং প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা ক্রমিক নং দিয়েছেন  ।

সহীহ মুসলিম - ফ্রি ডাউনলোড (বাংলাদেশ ইসলামিক সেন্টার)

সহীহ মুসলিম - ফ্রি ডাউনলোড


সহীহ মুসলিম - ফ্রি ডাউনলোড

শিরোনাম: সহীহ মুসলিম
ভাষা: বাংলা
সংকলন: ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ (র) 
প্রকাশনায়: বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা।

সংক্ষিপ্ত বর্ণনা: আল-কুরআনুল কারীমের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব হল ”সহীহ আল-বুখারী” তারপর সবচেয়ে বিশুদ্ধ হল “সহীহ মুসলিম”।

সহীহুল বুখারীর বাংলা অনুবাদ - (১ থেকে ১০ খণ্ড) - ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ [UPDATED]

সহীহুল বুখারীর বাংলা অনুবাদ - (১ থেকে ১০ খণ্ড)

(ফ্রি ডাউনলোড)

বুখারী শরীফের বাংলা অনুবাদ - (১ থেকে ১০ খণ্ড)  (ফ্রি ডাউনলোড)

Author: Abu Abdullah Muhammad Ibn Ismail al-Bukhari Al-Jufi (Rahmatullah)
Agargao, Sher-E-Bangla Nagar, Dhaka 1207
Phone:+880 29115010
Fax: 880-2-9144235
E-mail: info@islamicfoundationbd.org
বইগুলো স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই এগুলো পড়তে আপনার কম্পিউটারে ‘এডোব রিডার

সহীহ বুখারী (১ম - ৬ষ্ঠ খণ্ড) - তাওহীদ পাবলিকেশন্স [UPDATED] - ফ্রি ডাউনলোড


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


বইঃ সহীহ বুখারী (১ম - ৬ষ্ঠ খণ্ড) - তাওহীদ পাবলিকেশন্স [UPDATED] - ফ্রি ডাউনলোড

সংক্ষিপ্ত বর্ণনাঃ ইসলামে হাদিস বা হাদিস শাস্ত্র বলা হয় সেই জ্ঞান সম্পর্কে যার সাহায্যে রাসুল্লাহ (সঃ) এর কথা, কাজ, ইত্যাদি সম্পর্কে অগ্রগতি লাভ করা যায়। যে কাজ তার উপস্থিতিতে সম্পাদন করা হয়েছে, কিন্তু তিনি তা নিষেধ করেননি, এমন কাজও হাদিসের অন্তর্ভুক্ত। হাদিস শাস্ত্র দুই ভাগে বিভক্ত। এক ইলমে রওয়ায়েতুল হাদিস, দুই ইলমে দেবায়াতুল হাদিস। মুহাদ্দিসগন হাদিসের বিশুদ্ধতা নির্ধারনে যে বিশ্বস্তত ও আমানতদারীর পরিচয় দিয়েছেন, তা অতুলনীয়। কুরআন মজীদের বিশুদ্ধতা রক্ষার জন্য সাহাবায়ে কিরাম যেরুপ সতর্কতা অবলম্বন করেছেন হাদিসের ক্ষেত্রেও অনেক মুহাদ্দিস তাই করেছেন। এ ব্যাপারে মুসলিম উম্মাহ প্রচুর দায়িত্ব বোধের পরিচয় দিয়েছে।

মুহাদ্দিসগন হাদিসের বিশুদ্ধতা রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা ও সাধনা করেছেন। তারই প্রমান হচ্ছে ইমাম বুখারী (রহ) এই গ্রন্থ সহিহুল বুখারী। বাজারে আরও অনেক অনুবাদ থাকা শর্তেও তাওহীদ প্রকাশনীর বুখারী প্রকাশ করার পিছনে যে কারণ গুলো কাজ করেছে তা নিচে দেয়া হলঃ
তাওহীদ পাবলিকেশন্স এর সাহিহুল বুখারীর  উল্লেখ যোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হলো :

১. আল-মু’জামুল মুফাহরাস লি আলফাযিল হাদীস হচ্ছে একটি বিষ্ময়কর হাদীস – অভিধান গ্রন্থ । গ্রন্থটিতে আরবি বর্ণমালার ধারা অনুযায়ী কুতুবুত ‍তিস’আহ ( বুখারী , মুসলিম , তিরমিযী , আবু দাউদ , নাসাঈ , ইবনু মাজাহ , মুসনাদ আহমাদ , মুওয়াত্তা ইমাম মালিক , দারেমী ) নয়টি হাদীস গ্রন্থের শব্দ আনা হয়েছে । যে কোন শব্দের পাশে সেটি কোন কোন হাদীস গ্রন্থে এবং কোন পর্বে বা কোন অধ্যায়ে আছে তা উল্লেখ রয়েছে ।