শনিবার, ৩ জুন, ২০১৭

|| কীভাবে নামাজের #মধুরতা আস্বাদন করা যায় (পর্ব ১) ||

|| কীভাবে নামাজের #মধুরতা আস্বাদন করা যায় (পর্ব ১) ||

পরম করুনাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে

সকল প্রশংসা ও শুকরিয়া আল্লাহ তায়ালার জন্যে, এবং অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবী রাসুল গনের উপর|

বেশ কিছুদিন আগে, কুয়েতী দা’য়ী মিশারী আল-খারাজ এর উপস্থাপনায় ”كيف تتلذذ بالصلاة؟” নামে একটি আরবি প্রোগ্রাম প্রচারিত হয়েছিল যার মানে হলো: “কিভাবে নামাজের মধুরতা আস্বাদন করা যায়?” আমা…দের প্রায় সবারই নামাজের ‘খুশু’ কমবেশি হয়ে থাকে| খুশু কী? এটা আসলে অন্তরের বা মনের একটি অবস্থা যা নামাজে প্রশান্তি, গাম্ভীর্য ও বিনম্রতা বজায় রাখে; যা হৃদয় থেকে বর্ষিত হয়ে আমাদের আল্লাহর সামনে বিনম্র ও আম্ত্মসমর্পিত করে|

বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭

দাড়ি রাখার ব্যাপারে বিশ্বের বিখ্যাত ‘আলেমদের অভিমত

দাড়ি রাখার ব্যাপারে বিশ্বের  বিখ্যাত ‘আলেমদের অভিমতঃ
.....................................................................................
- হাফেয ‘আল্লামা আবু মুহাম্মদ আলী ইবন হাযম (মৃত: ৪৫৬ হি.) বলেন,
"اتفق العلماء على أن قص الشارب وإعفاء اللحية فرض".
“সমস্ত ‘আলেম একমত যে, মোচ কাটা এবং দাড়ি রাখা ফরয (ওয়াজিব)।”